মুলাদীতে কর্মরত যুবকের করোনা পজেটিভ।
মুলাদীতে স্কয়ার কোং লি : এ কর্মরত সেলস্ রিপ্রেজেনটেটিভ সাইদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গিয়াছে। ঘটনার বিবরণে জানা যায় আক্রান্ত ব্যাক্তি মুলাদীতে দীর্ঘদিন যাবৎ মুলাদী বাঁধের উপর ডিলার বাদল ভূ্ইয়ার অধীনে স্কয়ার কো: লি: কনজুমার শাখায় চাকুরী করে আসছিলেন।
কিছুদিন যাবৎ অসুস্থ বোধ করায় শেরে বাংলা মেডিকেল হাসপাতালে করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে দেয়। গতকাল তার করোনা পজেটিভ আসে। তার বাড়ি ঝালকাঠির নলছিটির ভৈরব পাশা ইউনিয়নে বলে জানা যায়। আক্রান্ত ব্যাক্তি জানায় সে পৌর এলাকার চরডিগ্রীর ইউপি সদস্য নিহত আবুল কালামের ভাড়াটিয়া বাসায় ভাড়া থাকতো। ৪/৫ দিন আগে ১ সপ্তাহের ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। তবে এলাকার কিছু লোক জানান তাকে ৩/৪ দিন আগেও দেখছে।
এ ব্যাপারে স্কয়ার এর ডিলার বাদল ভূইয়া জানান আমি কিছুক্ষন আগে সংবাদটি শুনে অফিস বন্ধ করে লক ডাউনে চলে গেছি। অফিসের সকল স্টাফকেও নিরাপদে থাকতে বলা হয়েছে। আরও জানা যায় সাইদুর রহমান গত শনিবার বরিশালে করোনা পরীক্ষার জন্য শেরে বাংলা মেডিকেল স্যাম্বল দিয়েছিল। আমার কাছ থেকে ১সপ্তাহের ছুটিও নিয়েছে।
তাই আমার অনুরোধ সাইদুর রহমানের সাথে যারা মিশেছেন তারা স্বেচ্ছায় হোম কোয়ারান্টাইনে থাকুন। নিজের জন্য ও পরিবারের জন্য। সকলে ভালে থাকুন, সুস্থ থাকুন।
সূত্রঃ সাংবাদিক মেহেদী হাসান।
Leave a Reply