১৯৯৯ সালের পর এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে আম্ফান।
মঙ্গলবার (১৯ মে) সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯৯ সালে উড়িষ্যার উপকূলে আঘাত হানা প্রবল এক ঘূর্ণিঝড় ভারতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়, এসময় ক্ষতিগ্রস্ত হয় ভারতের প্রায় ১৫ হাজার গ্রাম।
বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে এ ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এসময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে বলে মঙ্গলবার জানায় আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply