দেশবাসী এবার এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পবিত্র সিয়াম পালন করেছে। এবারের ঈদে অনেকের ঘরেই থাকছেনা ঈদ উৎসবের আমেজ।
কারণ, মরণঘাতী করোনা ভাইরাসের হানায় অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। হারিয়েছেন অল্প আয়ের চাকুরী কিংবা স্বল্প পুঁজির ব্যবসা-বাণিজ্য।
অপরদিকে ক্ষমতাসীন অপশক্তির, গুম খুন অপহরণ আর জেল জুলুম অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। একদিকে করোনা ভাইরাস আতঙ্ক অন্যদিকে খাদ্যাভাবে ঘর বন্দি অসংখ্য অগণিত মানুষের হাহাকার।
এরইমধ্যে দেশের দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে ঘুর্নিঝড় আম্পানের আঘাত জনজীবনে নতুন করে বিপর্যয় সৃষ্টি করেছে।
সজিব আরো বলেন যে, এমন অমানবিক পরিস্থিতি মোকাবেলায়, সময়ের দাবি হলো, দলীয় রাজনৈতিক স্বার্থের উর্ধে উঠে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন। ‘সতর্কতা-সহায়তা-মানবিকতা’র চেতনায় অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।
মোঃসজিব হোসেন বেপারি (সভাপতি)
মোঃসিকদার নাইম (সাধারণ সম্পাদক)
মোঃশাকিল হোসেন তালুকদার (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক)
শহীদ জিয়া ছাত্র পরিষদ,বরিশাল উত্তর জেলা শাখা।
সৌজন্যে:
মোঃআমিনুল ইসলাম (সিনিয়র সহ সভাপতি)
মোঃ সাকিল ফকির(সাংগঠনিক সম্পাদক)
মোঃ ইমরান মৃর্ধা (‘সহ সাংগঠনিক সম্পাদক)
মোঃ রাব্বি সরদার (দপ্তর সম্পাদক )
মোঃ আব্দুল্লাহ আল আশিক (প্রচার সম্পাদক)
Leave a Reply