অনলাইন ডেস্কঃ
আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। করোনা পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের অন্যতম আকর্ষণ ঈদ জামাত, পড়তে হবে মসজিদে, সামাজিক দুরত্ব মেনে। কষ্ট হলেও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় সরকারের এ সিদ্ধান্তে মানতে আপত্তি নেই মুসল্লিদের। পুরো এক মাস রোযার শেষে মুসলিমরা অপেক্ষা করেন ঈদের নামাজের। প্রতিবছর জাতীয় ঈদগাহে ঈদের আগে নানা প্রস্তুতি থাকে। চারপাশ সাজিয়ে তোলার পাশাপাশি নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারণ রাষ্ট্রপ্রধান, গুরুত্বপুর্ণ ব্যক্তি থেকে শুরু সর্বস্তরের মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর ঈদুল ফিতরের নামাজ এখানে হচ্ছে না।
সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দেশের সব ঈদগাহ ছাড়াও খোলা স্থানে নামাজ আদায় নিষিদ্ধ করেছে সরকার। এর পরিবর্তে সামাজিক দুরত্ব নিশ্চিত করে মসজিদে ঈদ জামাত করার কথা বলা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল আটটা, নয়টা, দশটা এবং সবশেষ পৌনে এগারোটায় পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে। সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই নিচ্ছেন মুসল্লিরা। ঈদে খুব বেশি কেনাকাটা হয়নি এবছর। শেষ দিনে ফুটপাতে কিছু কেনাকাটার চিত্র দেখা গেছে।
Leave a Reply