UK Bangla Online ডেস্ক:
স্কটল্যান্ডের নর্থ আয়ারশায়ারে ঘরে প্রবেশ ঢুকে গুলি করে একব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড পুলিশ। এই অভিযোগে পুলিশ অস্ত্রধারীকে আটক করেছে।
রবিবার আরড্রোসানের নিতসডেল রোড়স্থ বিকাল প্রায় ৫টার সময় ঘরে প্রবেশ করে এক ব্যক্তি গুলি চালালে ৪২ বছর বয়সী পুরুষ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায় এসময় ৪৬ বয়সী এক মহিলা ঘরেই ছিলেন। হত্যার অভিযোগে ৪২ বছর বয়সী এক পুরুষকে আটক করা হয়। সেদিন আসলে কি ঘটেছিলো রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
Leave a Reply