সাউদ্যাম্পটনে দুই দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই আর ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে প্রস্তুত রাখা হবে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে খেলা হবে এজবাস্টনে।
এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে। উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে এবং তিন সপ্তাহের ধরে সেখানেই অনুশীলন করবেন তারা। তবে ইসিবি জানিয়েছে এই সূচি প্রস্তাবিত। সব নির্ভর করছে সরকারের হাতে।
Leave a Reply