আজ বৃহস্পতিবার করোনা সনাক্ত করণে বিজিএমইএ কর্তৃক পিসিআার ল্যাব স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বর্তমান অবস্থায় ‘অন্ধের মত’ বস্ত্র খাতের সমালোচনা না করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এই পিসিআার ল্যাব কর্মীদের প্রতি সহমর্মিতার অংশ। এটি থেকে প্রতিদিন ১৮০ টি নমুনা পরীক্ষা করা যাবে। শ্রমিক কল্যাণে এটি দক্ষতারা সাথে চালানোর আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “দরকার হলে বিজিএমইএ’র আরো ল্যাব স্থাপন করা উচিৎ। কারণ শ্রমকের পর্যাপ্ত কোভিড পরীক্ষা এবং চিকিৎসা না হলে শিল্প চালানো কঠিন হয়ে যাবে।”