শনিবার লন্ডনের উইন্ডসর ক্যাসেলে সামাজিক দূরত্ব বজায় রেখে প্যারেড করেন ওয়েলশ গার্ডরা। প্রতিবছর রানীর জন্মদিন উপলক্ষ্যে প্রায় দেড় হাজার গার্ড, ৪শ বাদক এবং ২শ ঘোড়া লন্ডনের রাস্তায় প্যারেড করে। ‘ট্রুপিং দ্যা কালার’ নামের এই প্যারেড শুরু হয় বাকিংহ্যাম প্যালেস থেকে। এসময় রাজপরিবারের সদস্যরা ঘোড়ার গাড়িতে করে সারা শহর ঘুরে বেড়ান।
এর আগে করোনার কারণে জন্মদিনের প্যারেড বাতিলের ঘোষণা দেন রানী এলিজাবেথ। ১৯৫৫ সালের পর এই প্রথম শহরজুড়ে প্যারেড ছাড়াই রানীর জন্মদিন উদযাপন করা হলো। এপ্রিলে জন্ম হলেও প্রতিবছর জুন মাসের দ্বিতীয় শনিবার নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদযাপিত হয় ব্রিটেনের রানীর জন্মদিন।