লা-লিগার ধারাভাষ্যে উঠে এলো বাংলাদেশের মেসি ভক্তদের নাম। ২৪ জুন সামাজিক দুরত্বের নিয়ম ভেঙে চুয়াডাঙায় মেসির জন্মদিন উদযাপন করায় জরিমানা গুনতে হয় স্থানীয় ভক্তদের। গেলো রাতে সেল্তাভিগো-বার্সা ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়ার কাছে সেই ভক্তদের খবর জানতে চান লা-লিগার স্কটিশ ধারাভাষ্যকার জোয়ে মরিসন।
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বাংলাদেশেও মেসিভক্ত অসংখ্য। ২৪ জুন চুয়াডাঙায়ার দামুর হুদায় একটি ক্যাফেতে আর্জেন্টাইন জাদুকরের জন্মদিনে কেক কাটেন ভক্তরা। তবে লক ডাউন ভেঙে এমন সেলিব্রেশনের জন্য প্রশাসনের কাছে জরিমানা গুনতে হয় মেসি ভক্তদের।
গেলো রাতে বার্সা-সেল্তাভিগো ম্যাচের আগে মেসিভক্তদের জরিমানা গোনার খবরের সত্যতা জানতে চান লা-লিগার কমেন্টেটর জোয়ে মরিসন। জোয়ে মরিসন জামাল ভুইয়ার কাছে প্রশ্ন করেন, এই সপ্তাহে মেসির জন্মদিনের কেক কাটতে গিয়ে ১৫ যুবক গ্রেফতার হয়েছিলো এবং তাদেররকে জরিমানাও দিতে হয়েছে, সেই অর্থদন্ডের পরিমান কত ছিলো?
মরিসনের প্রশ্নের জবাব দিতে কোন কার্পন্য করেননি লালসবুজের অধিনায়ক। পুরো হিসাবটাই তুলে ধরেন জামাল ভুইয়া। তিনি বলেন, হ্যা, ঘটনা সত্যি, প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা দিতে হয়েছে যা ১ দশমিক ২২ মার্কিন ডলারের সমপরিমান। এছাড়াও যে ক্যাফেতে তারা জন্মদিনের উতসব করেছিলো সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৫হাজার টাকা অর্থাত ৭০ মার্কিন ডলার।
লক ডাউন ভেঙে পার্টি করা নি:সন্দেহে অপরাধ, সেই কাজটি করেই অপরাধী দামুরহুদার ১৫ মেসি ভক্ত। তবে কাজটি যে ফুটবলের প্রতি নিরেট ভালোবাসা সেটা সেটা বাংলাদেশ থেকে পৌছে গেছে স্পেন পর্যন্ত, মেসিকানে গেছে কি খবরটা!