1. admin@ukbanglanews.com : admin :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
নিউজ আপডট
বাজারের সিন্ডিকেট ভাঙতে অ্যাপ বানিয়েছেন ইব্রাহিম জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল হাসান নাসরুল্লাহ হত্যায় প্রতিশোধের ঘোষণা খামেনির, পাঁচ দিনের শোক ইরানে গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে ইসরায়েলের পেজার আক্রমণ, বহুদূর গড়াবে প্রভাব যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাড়ে ১৭ বছর মানুষের জীবনে ছিল দুঃসহ কালো রাত: জামায়াতের আমির শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর
ব্রেকিং নিউজ :
বাজারের সিন্ডিকেট ভাঙতে অ্যাপ বানিয়েছেন ইব্রাহিম জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল হাসান নাসরুল্লাহ হত্যায় প্রতিশোধের ঘোষণা খামেনির, পাঁচ দিনের শোক ইরানে গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে ইসরায়েলের পেজার আক্রমণ, বহুদূর গড়াবে প্রভাব যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাড়ে ১৭ বছর মানুষের জীবনে ছিল দুঃসহ কালো রাত: জামায়াতের আমির শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর

৩শ’ ফিটে অটোরিকশায় যাত্রী তুলে ছিনতাই, বাধা দিলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২১৫ বার
তাদের মূল অস্ত্র গামছা ও মলম। তবে প্রয়োজনে ব্যবহার করে আগ্নেয়াস্ত্র। ছিনতাইয়ে ব্যবহার করা হয় সিএনজিচালিত অটোরিকশা। যাত্রী তুলে সর্বস্ব ছিনতাইয়ের সময় বাধা দিলেই গলায় গামছা পেঁচিয়ে হত্যা। হত্যাকাণ্ড ঘটাতে সময় নেয় সবোর্চ্চ দুই থেকে পাঁচ মিনিট।  

রাজধানীতে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এই গামছা পার্টির দুই সদস্য নিহত হয়েছে, আটক করা হয়েছে দুইজন।

১৭ই জুন রাজধানীর ৩০০ ফিট থেকে দক্ষিণখানের সোনিয়া আক্তারের স্বামী হারুন অর রশীদের মরদেহ উদ্ধার করে পুলিশ। গেলে তিন মাসে মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয় একই এলাকা থেকে।

৩০০ ফিট এলাকা অপরাধীদের হটস্পট এই শিরোনামে গেল ২৭শে জুন খবর প্রচারিত হয় ডিবিসি নিউজে। সোনিয়া আক্তারের স্বামী হারুণের হত্যা মামলা তদন্ত করতে গিয়ে ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম সন্ধান পায় একটি অপরাধী চক্রের। যারা সিএনজিচালিত অটোরিকশা চালানোর আড়ালে মূলত ছিনতাই করে আসছিল।

রবিবার রাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চক্রটি ছিনতাইয়ের জন্য বের হওয়ার তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। কুড়িল ফ্লাইওভারের নিচে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। ছিনতাইকারী চক্রের একজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে নিহত হয় নান্নু ও মোশাররফ নামে দুইজন। চক্রের বাকি দুই সদস্য শফিক ও সিদ্দিককে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন সিএনজিটিকে পুলিশ বার বার থামতে বললেও থামেনি।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি সিএনজিতে যাত্রী তোলার নাম করে ছিনতাই করে আসছিল। ১৭ই জুন দক্ষিণখানের হারুন অর রশীদকে খুন করার পর তার মরদেহ ফেলে রেখেছিল ৩০০ ফিট এলাকায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (গুলশান বিভাগ) উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এই গ্রুপটিকে শনাক্ত করে ব্যবস্থা নেয়ার। একটি গ্রুপ এখান থেকে লোক উঠিয়ে পথে চোখে মলম দেয়, গলাতে ফাঁস দিয়ে সব ছিনিয়ে নেয়। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তবে তাকে রক্তাত্ত করে মেরে ফেলে।”

গেলো তিনমাসে তিনশো ফিটের রাস্তায় বেশ ক’টি ঘটনায় কয়েকটি মরদেহ পাওয়ার পর বাড়তি নজরদারি শুরু হয় জায়গাটি ঘিরে। পুলিশ বলছে, অপরাধের স্পট হয়ে ওঠা এলাকাটিতে বন্দুকযুদ্ধে নিহতরাও বড় অপরাধী। মনে করা হচ্ছে এরাও কথিত গামছা পার্টির সদস্য। গামছা পার্টির সদস্য কতজন, হোতাই বা কে, পুরো নেটওর্য়াকটিকে খুজেঁ বের করার চেষ্টা করছে গোয়েন্দারা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024 UK বাংলা News
Theme Dwonload From ThemesBazar.Com