তিনদিন অপেক্ষার পর বুধবার দুপুরে এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। তাদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।এদিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত দেশে ফিরেছেন দুইশ পাঁচজন বাংলাদেশি। এদের মধ্যে কোয়ারেন্টিন শেষে ছেড়ে দেয়া হয়েছে ৩৬ জনকে। এছাড়া তিনজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক বেদে সম্প্রদায়ের ২৩ বাংলাদেশিকে দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা দেড়শো জনের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে, তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে।
সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বাংলাদেশিদের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিক্যালে আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এই ১১ জনের আলাদা নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। আর বাকি ১শ’ ২৮ যাত্রীকে ১৪দিন কোয়ারেন্টিন শেষে ফুল দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।করোনার কারণে গত বছরের মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল।
Leave a Reply