রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ এ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের ভবন, দোকানপাট ও যানবাহন। বিস্ফোরণের পর মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ এবং এক শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ২৬ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ফায়ার সার্ভিস ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটসহ পুলিশের বেশ কয়েকটি টিম।
বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে, স্থানীয়দের কেউ জানান ভবনে থাকা এসির বিস্ফোরণ ঘটেছে, আবার কেউ জানান বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়েছে। অনেকেই আবার জানান বাসে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
Leave a Reply