টস জয়ী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ফিল্ডিং নেয়। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া মুস্তাফিজুর রহমানকে প্রথম ওয়ানডেতে পাচ্ছে না বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম।
দুই দলের জন্য ওয়ানডে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। যা জিতলে বিশ্বকাপ বাছাই পর্ব উতড়ে যাওয়ার সুযোগ মিলবে। জিম্বাবুয়ের বিপক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশ দল টস হেরে আগে ব্যাটিং করেছে ২৩ ম্যাচে। যেখানে জয় মিলেছে ১৫টিতে আর পরাজয় বাকি ৮ ম্যাচে। আর ১৬তম জয়ের খোঁজেই খেলতে নামবে তামিমের দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধেভেরে।
Leave a Reply