আজ মঙ্গলবার (১৭ই আগষ্ট) সকাল থেকেই রাজধানীর প্রায় সব টিকাদান কেন্দ্রে টিকাগ্রহীতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এছাড়া, রাজধানীতে যেসব হাসপাতালে টিকা দেয়া হচ্ছে, সেগুলোতেও অবস্থা প্রায় একইরকম। ভোর থেকেই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকার জন্য লাইনে দাঁড়ান অনেকে।
বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এই ভিড়। টিকা গ্রহীতাদের মধ্যে যারা দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাননি, তাদের মধ্যেও অনেকে টিকা কেন্দ্রে এসে টিকার বিষয়ে খোঁজ নিচ্ছেন।
এছাড়া প্রবাসীদের মডার্না এবং ফাইজারের টিকা দেয়া হচ্ছে। ১২ই আগস্টের পর সারাদেশে মডার্না টিকার প্রথম ডোজ দেয়া স্থগিত রেখে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।
Leave a Reply