খবরটির শিরোনাম ছিল এমন, ‘কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের দুই সপ্তাহ পর একজন “সুস্থ” চিকিৎসক মারা যান, কারণ অনুসন্ধান করছে সিডিসি।’ খবরটি প্রথম প্রকাশ করে দ্য সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেল, পরে দ্য শিকাগো ট্রিবিউন সেটি পুনঃপ্রকাশ করে।
ফেসবুক এমনিতেই করোনাবিষয়ক মিথ্যা তথ্যের প্রসার কমাতে হিমশিম খাচ্ছে, এর মধ্যে ওই প্রতিবেদন প্রকাশ পেলে জনমনে প্ল্যাটফর্মটি সম্পর্কে আরও নেতিবাচক ধারণা তৈরি হতো বলে মনে করেছেন ফেসবুকের কর্তারা।
ফেসবুক অবশ্য সে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল। তবে প্রতিবেদনটি আদৌ প্রকাশ করা হবে কি না, তা নিয়ে প্রধান বিপণন কর্মকর্তা অ্যালেক্স শুল্তজসহ শীর্ষ নির্বাহীরা আলোচনা করেন। বিশেষ করে তা প্রতিষ্ঠানের ভাবমূর্তির ক্ষতি করবে কি না, তা নিয়ে ই-মেইল চালাচালি শেষে সেটি না প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে দ্য ভার্জকে বলেন, ‘আমরা শুরুতে প্রতিবেদনটি প্রকাশ করতে চেয়েছিলাম। তবে তাতে সেটি অনেক মানুষের নজর কাড়ত। আমরা চেয়েছিলাম আগে আমাদের সিস্টেমের ত্রুটি সারাতে।’ স্টোন অবশ্য বলেছেন, শুল্তজও প্রতিবেদনটি প্রকাশের পক্ষেই ছিলেন, তিনি সপক্ষে যুক্তিও পেশ করেন।
Leave a Reply