গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) করোনায় ৮৬ জনের মৃত্যু হয়। এছাড়া সোমবার (৩০ আগস্ট) ৯৪ জন, রবিবার (২৯ আগস্ট) ৮৯ জন এবং শনিবার (২৮ আগস্ট) ৮০ জনের মৃত্যু হয়।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।
Leave a Reply