আজ বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় মাত্র এক ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে নিউইয়র্ক সিটির অধিকাংশ পাতালরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি রাস্তায় জরুরি নয় এমন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির সঙ্গে উড়োজাহাজ ও রেলযোগাযোগ।
নিউ জার্সির প্যাজাইক শহরের মেয়র হেক্টর লরা সিএনএকে বলেন, বন্যার পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় নিউ জার্সিতে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে জানিয়েছে। এ ছাড়া বার্তা সংস্থা এএফপি ও এনবিসি জানিয়েছে, বন্যায় নিউইয়র্ক সিটিতে অন্তত ৭ জন মারা গেছে। এদের মধ্যে কয়েকজন বেসমেন্টে বন্যার পানিতে আটকা পড়ার কারণে মারা গেছে।
নিউইয়র্ক সিটির বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে বলেন, ‘রাতের খাবারের মাঝামাঝি সময়ে হঠাৎ পানির শব্দ শুনতে পেলাম আমি, একপর্যায়ে বাথরুম থেকে পানি আসা শুরু করল। তাৎক্ষণিক আমি ইউটিলিটি রুমে পানির মূল লাইন পরীক্ষা করার পর রুমে এসে দেখি সেখানে প্রায় এক ফুট পানি চলে এসেছে। এত দ্রুত এভাবে পানি আসা অবিশ্বাস্য একটা বিষয়।’
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউইয়র্ক, ব্রুকলিন, কুইনস ও লং আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে টর্নেডো সতর্কতা জারি করেছে।
Leave a Reply