সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অযথা কেন্দ্রে ভীড় না করতে অন্যদের প্রতি অনুরোধ জানান।
দেশে প্রায় দুই কোটি মানুষ নিবন্ধন করে করোনার টিকার অপেক্ষায় রয়েছেন। জট কমাতে একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। আর এজন্য বেছে নেয়া হয়েছে বিশেষ একটি দিন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে এ কর্মসূচি পালন করা হবে।
এদিন সব সিটিকর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হবে এ কার্যক্রম। নিবন্ধন করেও যারা টিকা পাননি তাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে ভ্যাকসিন গ্রহীতাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সাথে নিতে হবে। অযথা কেন্দ্রে ভীড় না করার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের।
তবে, এই ক্যাম্পেইন এ গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের টিকা দেয়া হবে না বলেও জানান স্বাস্থ্যের ডিজি।
এর আগে, ৭ আগস্ট সর্বোচ্চ ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে একদিনে টিকা দেয়া সম্ভব হয়েছিলো। স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো গতকালে তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৬৪৬ জন। আর দুই ডোজ টিকা নেয়া মানুষের সংখ্যা এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৬০।
Leave a Reply