আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাট্যার একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে মূর্তির পায়ে কোরআন রাখাদের গ্রেপ্তার না করলে সারা দেশে আন্দোলনের পাশাপাশি বাংলাদেশে একটি পূজামণ্ডপও রাখা হবে না বলে উসকানিমূলক বক্তব্য দেন আব্দুর রহিম। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এরপর বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি উঠলে আজ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
Leave a Reply