এক ভিডিওতে দেখা যায় নিহত অরুণ তিয়ারি (৩০) আগুন লাগার কিছুক্ষণ পরেই ১৯ তলা থেকে লাফিয়ে পড়েন। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দক্ষিণ মুম্বাইয়ের লালবাগ এলাকার ওই ভবনের ১৯ তলায় আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
মুম্বাইয়ের মিউনিসিপল করপোরেশনের কমিশনার ইকবাল চাহাল জানান, সকাল ১১টা ৫৫ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ২০ তলায়। এঘটনায় লাফিয়ে পড়া অরুণ তিয়ারি মারা গেছেন। এসময় ভবনে থাকা অন্যান্যদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গেল দুই মাসের মধ্যে মুম্বাইয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে, গত মাসে একটি ৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Leave a Reply