রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে খুচরায় মধ্যম মানের নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৫-৬৮ টাকা কেজি। আর দেশি মিনিকেট ৬০-৬২ টাকা কেজি। তবে, কিছুটা কম দামে ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় মিনিকেট। আমদানি করা মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকা কেজিতে। আর বিআর-২৮ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। আর এমন বাড়তি দরে ক্ষুদ্ধ ক্রেতা।
ক্যাবের তথ্য বলছে, গেল ৫ বছরে নিয়ন্ত্রণহীন ভাবে বেড়েছে চালের দাম। ২০১৫ সালেও মোটা চালের গড় মুল্য ছিলো ৩৫ টাকা ২১ পয়সা। যা দফায় দফায় বেড়ে চলতি বছর হয়েছে ৪৬ থেকে ৪৮ টাকা। বিশ্লেষকরা বলছেন, দাম ক্রেতার নাগালে রাখতে হলে কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
পহেলা নভেম্বরের তথ্য অনুযায়ী, সরকারি গুদামে ১৩ লাখ ৬২ হাজার টন চাল মজুদ রয়েছে। আর চলতি মাসেই কৃষকের ঘরে উঠবে আমন ধান…
Leave a Reply