শনিবার রাতে খাগড়াছড়ি জেলার সাজেক এলাকা থেকে বাবুকে গ্ৰেপ্তারের পর রাতেই তাকে কুমিল্লায় নেয়া হয়।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় পূজা উদযাপন কমিটির করা মামলায় মইনুদ্দিন আহমেদ বাবুকেও আসামি করা হয়। ঘটনার পর থেকে বাবু পলাতক ছিলেন।
গত ১৩ই অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সংগ্রহ করা সিসিটিভির ফুটেজের মাধ্যমে পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। ২১শে অক্টোবর তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে পরদিন কুমিল্লা আনা হয়।
Leave a Reply