শুক্রবার সকালে ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকার পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে। মৃত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, আহতদের নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply