গণমাধ্যমটি জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলের নোসি ভারিকা শহরের প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ঘূর্ণিঝড় বাতসিরাই ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাগের বেগ ও প্রবল বৃষ্টি নিয়ে গত শনিবার রাতে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে প্রায় তিন কোটি জনসংখ্যার দ্বীপটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় আনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাতসিরাই সেই ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে তুলেছে। আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
Leave a Reply