আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ নানা ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন মুসল্লিরা।
পবিত্র শবে বরাতে আল্লাহতায়লার সুন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় মসজিদগুলোতে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড়।
নিজের ভুলত্রু টির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে রাতভর নামাজ, জিকির আসকারে মশগুল মুসল্লিরা।
শবে বরাতের তাৎপর্য উপলব্ধি করে সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেয়ার কথা জানান ধর্মপ্রাণ মানুষ।
শবে বরাত উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকায় ছিলো ঐতিহ্যবাহী আয়োজন। হালুয়া রুটির পসরা সাজিয়ে বসেন দোকানীরা।
ইবাদত বন্দেগীর মধ্য রাত পার করতে আত্নীয় স্বজনের জন্য মুখরোচক হালুয়া রুটি নিতে দোকানগুলোতে ভীড় করেন ক্রেতারা।
পবিত্র শবে বরাতের পনের দিন পর শুরু হবে রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনের মধ্য দিয়ে কাটাবে মুসলিম বিশ্ব।
Leave a Reply