পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এরপর সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে বলেন, ‘মুহিত সাহেব ছিলেন মানুষের কল্যাণের জন্য এবং দেশকপ্রেমিক হিসেবে একজন খাটি মানুষ। তিনি সব সময় চেষ্টা করেছেন দেশের কল্যাণ এবং সাধারণ মানুষের কল্যাণ। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তার অবদান সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
কেন্দ্রীয় শহীদ মিনারের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে রাজধানীর গুলশানে আজাদ মসজিদে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, রাজধানীর গুলশানে আজাদ মসজিদে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেয়া হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনারে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে বলেন, ‘মুহিত সাহেব ছিলেন মানুষের কল্যাণের জন্য এবং দেশকপ্রেমিক হিসেবে একজন খাটি মানুষ। তিনি সব সময় চেষ্টা করেছেন দেশের কল্যাণ এবং সাধারণ মানুষের কল্যাণ। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তার অবদান সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
আগামীকাল রবিবার বাদ জোহর সিলেটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে।
শুক্রবার (২৯শে এপ্রিল) রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আবুল মাল আবদুল মুহিত দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছর করোনা আক্রান্তের পর থেকে শারীরিকভাবে আরো দুর্বল হয় পড়েন তিনি।
Leave a Reply