উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভয়ংকর শীতকালীন ঝড় এখন আঘাত হানছে, সেটির কারণে যুক্তরাষ্ট্র এবং কানাডার দশ লাখের বেশি মানুষ ক্রিসমাস কাটাচ্ছেন বিদ্যুৎ-বিহীন অবস্থায়।
এই ঝড় এখন একটি সাইক্লোন বোমায় রূপ নিয়েছে। যখন বায়ুমণ্ডলের চাপ কমে যায়, তখন এরকম ঝড় তৈরি হয়। সাইক্লোন বোমার প্রভাবে প্রচণ্ড তুষারপাত ও তীব্র ঝড়ো বাতাস বইতে থাকে, এবং তাপমাত্রা হিমাংকের নীচে নেমে যায়।
উত্তর আমেরিকার প্রায় ২৫ কোটি মানুষ এখন এই ঝড়ের কবলে পড়েছে। এ পর্যন্ত এতে অন্তত ১৯ জন মারা গেছে। কানাডার কিবেক হতে যুক্তরাষ্ট্রের টেক্সাস পর্যন্ত প্রায় দুই হাজার মাইল বিস্তৃত এলাকায় এখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে।
এই ঝড়ের কারণে ক্রিসমাসের উৎসবের সময় হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে।
সবচেয়ে তীব্র শীত পড়েছে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে, সেখানে তাপমাত্রা নেমে গেছে হিমাংকের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নীচে।
মিনেসোটা, আইওয়া, উইসকনসিন এবং মিশিগানে সব সাদা তুষারে ঢাকা পড়ে গেছে।
Leave a Reply