মহামারীর শুরুর প্রায় দুই মাস পর স্পেনে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কেউ মারা যায়নি।
তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুই দেশেই অব্যাহত আছে মৃত্যুর মিছিল। উত্তর ও দক্ষিণ আমেরিকার দু’দেশেই একদিনে ১১শর বেশি মানুষ কোভিড-১৯ এ মারা যায়। ব্রাজিলে একদিনে প্রায় ২৮ হাজার মানুষের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মোট আক্রান্তের সংখ্যা এখন সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে দেশটিতে। তবে স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশে সংক্রমণ ও মৃত্যুহার কমলেও, যুক্তরাজ্যে বেড়েছে। একদিনে সেখানে মারা যায় ৩২৪ জন।
এদিকে ভারতে একদিনে করোনায় মারা যায় ২২১ জন। একদিনে প্রায় ৯ হাজারসহ দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৭ হাজারেরও বেশি। ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা শনাক্ত হয় ১ লাখ ১৬ হাজার মানুষ। মোট আক্রান্ত প্রায় ৬৫ লাখ। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ।