ধীরে ধীরে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে বিদেশিদের জন্য বিমানবন্দর খুলে দিয়েছে গ্রিস। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
সোমবার (১৫ই জুন) থেকে শুধুমাত্র ইউরোপের কয়েকটি দেশের পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেবে ফ্রান্স। দেশটিতে প্রবেশ করতে পারবেন অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখটেন্সটেইন, মোনাকো, নরওয়ে, সান ম্যারিনো, সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির পর্যটকরা।
সোমবার (১৫ই জুন) খুলে যাচ্ছে বেলজিয়ামের পর্যটনকেন্দ্র। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও ব্রিটেন, সুইজারল্যান্ড, লিখটেনস্টাইন, আইসল্যান্ড এবং নরওয়ের পর্যটকরা যেতে পারবেন বেলজিয়ামে।
মঙ্গলবার (১৬ই জুন) মধ্যরাত থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, লাইখটেন্সটাইন এবং সুইজারল্যান্ডের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেবে জার্মানি। তবে সুইডেনের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর স্পেনের নাগরিকদের জার্মানি প্রবেশে অপেক্ষা করতে হবে ২১শে জুন পর্যন্ত।