করোনা বাধা উপেক্ষা করে ইংল্যান্ডে গেল পাকিস্তান ক্রিকেট দল।

সববাধা উপেক্ষা করে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। রবিবার সকালে বিশেষ বিমানে করে লাহোর ত্যাগ করে ২০ ক্রিকেটার ও ১১ স্টাফ।

ম্যানচেস্টারে পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন সবাই। এরপর শুরু করবেন মাঠের অনুশীলন। এক মাস পর আগস্টে শুরু হবে সিরিজ। তবে করোনার কারণে আগেভাগেই ইংল্যান্ড গেল পাকিস্তান দল। করোনা পজিটিভ ১০ ক্রিকেটার পরবর্তীতে বানিজ্যিক ফ্লাইটে যাবেন ইংল্যান্ড।

সফরে সমান তিনটি করে টেস্ট ও টি টোয়েন্টি খেলবে পাকিস্তান। তরুন পেস অ্যাটাক নিয়েই ইংলিশদের সিরিজ হারাতে চান পাক অধিনায়ক আজহার আলী। থ্রী লায়নদের মাটিতে এখনো পর্যন্ত ১৫টা সিরিজ খেলেছে পাকিস্তান। হেরেছে ৭টায়, জয় তিনটায়। সবশেষ সিরিজ জয় ১৯৯৬ সালে।