গাড়ী চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান কুশাল মেন্ডিস।

আজ রবিবার সকালে কলম্বোর পানাদুরায় এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় মেন্ডিসের গাড়ি। তাতে ৬৪ বছর বয়সী সেই বাইসাইকেল আরহী মারা যান। সে সময় চালকের আসনে ছিলেন তারকা ক্রিকেটার।

পানাদুরা পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তি গোকারেল্লার বাসিন্দা বলে জানা গিয়েছে। দু্র্ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছে মেন্ডিসকে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আজই মেন্ডিসকে তোলা হবে আদালতে। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরণের শাস্তি পাবেন তিনি।

করোনা পরবর্তী লংকানদের অনুশীলন ক্যাম্পে ছিলেন কুশাল মেন্ডিস। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে আর ২৬টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৩৬.৯৭ গড়ে ২৯৯৫ রান করেছেন। ৭টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৯৬ রানের।

দলের অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে প্রমাণও করেছেন। একের পর এক বাজে খবরে প্রতিনিয়ত শিরোনাম হচ্ছে লংকান ক্রিকেট।