এমনকি আগামী ৬ মাসেও এ বিষয়ে তার মত বদলাবে না বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর রবিবার প্রথম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় তিনি এসব কথা বলেন।
ট্রাম্প আবারও দাবি করেন নির্বাচনে কারচুপি হয়েছে। পাশাপাশি জো বাইডেনের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় গোয়েন্দা সংস্থা এফবিআই ও মার্কিন বিচার বিভাগও নির্বাচনি কারচুপিতে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। ৪৫ মিনিটের সাক্ষাৎকারে কোনও প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, বেশিরভাগ ডেমোক্র্যাট বিশ্বাস করেন কারচুপির মাধ্যমে জো বাইডেন নির্বাচনে জিতেছেন।
বাইডেন কোনোভাবেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি ভোট পেতে পারেন না বলেও মনে করেন তিনি।